হুমায়ুন কবির(কালীগঞ্জ)ঝিনাইদহ প্রতিনিধিঃ
সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি ও গুপ্ত সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জাতীয়তাবাদী যুবদল।
বৃহস্পতিবার বিকেলে শহরের যশোর রোডের বিএনপি'র দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেইন বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম মোর্তজা জিকোর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিণী জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মিসেস মুর্শিদা জামান পপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র ত্রাণ বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন, উপজেলা বিএনপি'র সাবেক সদস্য আনোয়ার হোসেন, পৌর বিএনপি'র সদস্য মিরু খাঁ, জেলা শ্রমিক দলের সদস্য হারুন বিশ্বাস, পৌর যুবদলের অন্যতম সংগঠক মোক্তার হোসেন সহ উপজেলা বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি'র উপদেষ্টা মন্ডলীর সদস্য মিসেস মুর্শিদা জামান পপি বলেন, গণতন্ত্র ও দেশর আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস করতে গুপ্ত সংগঠন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে।
জিয়া পরিবার ও তারেক রহমানকে নিয়ে অপপ্রচার শুরু করেছে ৭১ এর পরাজিত শক্তি। তিনি গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের বর্বরাচিত হামলার তীব্র নিদা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।