
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা মানিকছড়ি বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য কুমার সুইচিংপ্রু সাইন জম্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা ও সিন্ধুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজি (পিএসসি) এছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য বঙ্গমিত্র চাকমা, জয়া ত্রিপুরা, অনিমেষ চাকমা, সাথোয়াইপ্রু চৌধুরী, মানিকছড়ি সহকারী কমিশনার ( ভূমি) সৈয়দ সাফকাত আলী, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠন, মৌজা প্রধান হেডম্যান, গ্রাম প্রধান কার্বারী, সাংবাদিক,শিক্ষক ও সেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরা।
দিনব্যাপী রাজবাড়ী প্রাঙ্গণে নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য ৬৪ তম জন্মদিন উপলক্ষে আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
মানিকছড়ি রাজবাড়ী রাজকুমারী উনিকা দেবী এবং রাজীব রায় ( ক্যাজসাইন) পরিবারে কুমার সুইচিংপ্রু সাইন ১৯৬২ সালের ১৬ জুলাই জম্ম গ্রহণ করেন।
তিনি তিন ভাই ও তিন বোনে মধ্যে দ্বিতীয় সন্তান। বীর মুক্তিযোদ্ধা মংপ্রুসাইন বাহাদুর দৌহিদ্র। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য দায়িত্ব পালন করেছেন।
তার জম্মদিন উপলক্ষে সকালে বিহারে ভান্তেদের ছোয়াং দান, সন্ধ্যায় জেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা ও সিন্ধুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজি, পিএসসি উপস্থিতিতে জম্মদিনে কেক কাটা হয়। শেষে চট্টগ্রাম শিল্পীদের মনোমুগ্ধকর গান পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে।