সোহেল রানাঃ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৯লাখ ২০হাজার টাকার জালনোটসহ খালিদ হোসেন (১৭) নামে এক যুবককে এবং ভারতীয় গাঁজা ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক খালিদ হোসেন বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের ইছাহাক আলীর ছেলে।
শনিবার (২১ জুন) বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল কর্তৃক রঘুনাথপুর, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে জালনোটসহ ০১ জন আসামী, ভারতীয় গাঁজা, শাড়ী, কম্বল, জালনোট, ল্যাপটপ, মোবাইল, ঔষধ, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ১৮,২২,৫০০/- (আঠারো লক্ষ বাইশ হাজার পাঁচশত) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।