
মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টারঃ
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আরিফ হোসেন (৩০)-এর নামাজে জানাজা শনিবার (২১ জুন) সকাল ১১টায় নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়।
পরিবার সূত্রে জানা গেছে, আরিফ হোসেন দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত শুক্রবার রাত আনুমানিক ৮টায় তিনি হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এবং চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি এক পুত্রসন্তান, পিতা-মাতা ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় অংশ নেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, থানা যুবদলের আহ্বায়ক তুহিন, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ রামনগর ইউনিয়ন ও আশপাশের এলাকার বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক মুসল্লি।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে আসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিতসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।