
মেহেদী হাসান নয়ন,হরিদাস কাটি প্রতিনিধিঃ
আশ্বাস প্রকল্পের আওতায় যশোরের মনিরামপুর উপজেলায় মানব পাচারের শিকার ভিক্টিমদের সেবা নিশ্চিতে রেফারেল পাথওয়ে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফিল্ড পর্যায়ে কাজ করছে উন্নয়ন সংস্থা রূপান্তর। প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে যশোরের মনিরামপুর উপজেলা এ্যসিল্যান্ড নিয়াজ মাখদুম এর সভাপতিত্বে মানব পাচার প্রতিরোধে করনীয় এবং মানব পাচারের শিকার ব্যক্তিদের সেবা নিশ্চিতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ ইউনিয়ন ও উপজেলা সিটিসির সদস্যবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, যুব প্রতিনিধি ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে রেফারেল পাথওয়ে প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন কমিউনিটি ফ্যাসিলিটেটর দিপঙ্কর মন্ডল এবং প্রকল্পের কার্যক্রম সহ সমন্বিত উদ্যোগে সারভাইভারদের সেবা নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহনে করনীয় বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পাল। উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নুর মহম্মদ, সমাজ সেবা অফিসার জনাব মোঃ আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মৌসুমি আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা জনাব রেজাউল হক, পল্লি উন্নয়ন কর্মকর্তা জনাব বিশ্বজিৎ কুমার ঘোষ, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন সুলতানা, জনপ্রতিনিধি জনাব মোঃ আব্দুর রাজ্জাক বিশ্বাস ও নিস্তার ফারুক সহ আরো অনেকে।