
এমদাদুল হক,মনিরামপুর প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম এবং সদস্যবৃন্দ এক বিশেষ সৌজন্য সাক্ষাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আসাদুজ্জামান মিন্টু এবং মোঃ আবু মুছা-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এই সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজ উন্নয়নে যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ নীরবে কাজ করে যাচ্ছেন, তাঁদের মধ্যে আসাদুজ্জামান মিন্টু অন্যতম। তিনি শুধু রাজনৈতিক অঙ্গনে নয়, শিক্ষা ও মানবিক সহায়তার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর পরামর্শ ও সহযোগিতায় রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নের পথ আরও সুগম হবে বলে নবনির্বাচিত সভাপতি আশাবাদ ব্যক্ত করেন।
আসাদুজ্জামান মিন্টু শুভেচ্ছা গ্রহণ করে বলেন, “আমি সবসময় শিক্ষার প্রসারে কাজ করে যেতে চাই। রামনগর বিদ্যালয় একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠান। এটির উন্নয়নের জন্য আমরা একসাথে কাজ করবো।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। সকলে এমন সৌহার্দ্যপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।