
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ
আজ বৈকালে আসন্ন বিহার রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত একটি মিছিল ও জনসভায় ভাষণ দিতে গিয়ে বিহার পুলিশের বাঁধা র সম্মুখীন হতে হয়।
তখন ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী রাহুল গান্ধী পায়ে হেঁটে জনসভার উদ্দেশ্য রওনা দিলে হাজার হাজার মানুষ তার সাথে যোগদান করেন। এদিন ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে উপলক্ষে আয়োজিত মহাসমারোহে অংশ নিতে তিনি দ্বারভাঙা জেলায় যান।
তখন বিহার রাজ্যের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাহুল গান্ধী কে জনসভায় ভাষণ দিতে না যাওয়ায় জন্য বাঁধা দেয়। ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা ও কর্মীদের সঙ্গে নিয়ে তিনি জনসভার উদ্দেশ্য রওনা দেন।পরে বিহার রাজ্যের আইন শৃঙ্খলা ও শিক্ষা ও কৃষি সম্প্রসারণ এবং গন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেন।
বিহার রাজ্যের বিকাশ ও গন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে ভারতের জাতীয় কংগ্রেস ও তার জোট শরিকদের ভোট দিয়ে ক্ষমতায় আনতে আম আদমি র কাছে আবেদন করেন। বর্তমানে এই রাজ্যের ক্ষমতায় রয়েছে জে ডি ইউ ও বি জে পি জোট সরকার। আগামী নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস ও তার জোট শরিকদের ভোট দিয়ে বিপুল সংখ্যক সদস্য মনোনীত করে ক্ষমতায় আনার জন্য বিহার রাজ্যের নাগরিকদের কাছে আবেদন করেন। আজকের এই সভায় উপস্থিত ছিলেন ভারতের জাতীয় কংগ্রেস নেতা ও তার শরিক দল আর জে ডি দলের নেতৃবৃন্দ।