Saturday, July 26, 2025

নড়াইল সদর হাসপাতালের তত্বাবধায়কের অ”পসা”রণের দা”বিতে মানব বন্ধন অনুষ্ঠিত

Date:

Share post:

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি :

নড়াইল জেলা সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ড: আব্দুল গাফ্ফারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্ণীতি ও স্বেচ্ছাচারীতার অভিযোগ এনে তার বিরুদ্ধে অপসারণের দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ মে (সোমবার) সকালে নড়াইল ড্রাগ সমিতি, প্রাইভেট হাসপাতাল/ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক অনার্স এসোসিয়েশন এবং এলাকার সাধারণ রোগী ও জনগনের ব্যানারে জেলা হাসপাতালের সামনে মানববন্ধন ও সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়।

নড়াইল প্রাইভেট হাসপাতাল/ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক অনার্স এসোসিয়েশনের সভাপতি বিদ্যুৎ কুমার সান্নালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক এসএম সাজ্জাদ রহমান, ড্রাগ সমিতির সাধারণ সম্পাদক মাহবুব খান, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কামরুল বিশ্বাস, শামীম হোসেন প্রমুখ। সমাবেশ শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

বক্তারা বলেন,জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল গাফ্ফার প্রায় ৩ বছর নড়াইলে যোগদানের পর থেকে সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন। হাসপাতালে সরকারিভাবে আল্ট্রাসনো মেশিন থাকলেও সেটিকে ফেলে রেখে তত্ত্বাবধায়ক প্রশাসনিক কাজ বা মিটিং বাদ দিয়ে হাসপাতালের নিচতলায় অবস্থিত এনজিও পরিচালিত আরএইচ স্টেপে নিয়মিতভাবে অর্থের বিনিময়ে আল্ট্রাসনো করে থাকেন এবং রোগীদের সরাসরি আরএইচ স্টেপে আল্ট্রাসনোর জন্য চাপ দিয়ে থাকেন।

অনেক ক্ষেত্রে আল্টাসনোগ্রামের প্রয়োজন না থাকলেও তিনি উৎসাহিত করে থাকেন। শুধু তাই নয় তার বিরুদ্ধে হাসপাতালের নতুন ও পুরাতন মালামাল (যেমন- রোগী বহনের জন্য ট্রলি, নষ্ট হওয়া খাট, ইসিজির কার্টিজ পেপার ইত্যাদি) এবং হাসপাতালে সরবরাহকৃত ওষুধ অন্যত্র সরিয়ে বিক্রি এবং খাদ্য সরবরাহের ঠিকদারের সাথে গোপন আঁতাতের মাধ্যমে ভর্তি রোগীদের নিম্ন মানের খাবার পরিবেশন করা হয় বলে অভিযোগ রয়েছে। তাই জনস্বার্থে অবিলম্বে এসব অনিয়মের বিষয় তদন্ত করে তাকে হাসপাতাল থেকে প্রত্যাহারপূর্বক শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে নড়াইল জেলা হাসপাতলের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল গাফ্ফার তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, সম্প্রতি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক দালালদের হাসপাতালে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের স্বার্থে ব্যাঘাত ঘটায় আমার বিরুদ্ধে অপতৎপরতা শুরু হয়েছে। হাসপাতালে আল্ট্রাসনো মেশিন নষ্ট থাকায় সরকারিভাবে পরিচালিত একটি এনজিও-এর আল্টাসনো মেশিন দিয়ে আমি সেখানে আল্টাসনোগ্রাম করি। আর হাসপাতালের মালামাল বিক্রি করেছি কিনা তার প্রমান তারা দিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

যশোরে রামনগর ইউনিয়ন পরিষদে স্ব’ল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ

ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদে স্বল্পমূল্যের কার্ডধারীদের মাঝে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্যসামগ্রী...

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার শহরের বহু এলাকা

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল দিল্লীর মৌসম ভবন থেকে আগাম সতর্কতা জারি হিসেবে বলা হয়েছিল যে আগামী...

ট্রেনিং বিমান দু’র্ঘটনায় নি’হতদের স্ম’রণে শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের দোয়া মাহফিল

শরিফুল খান প্লাবন: শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সম্প্রতি রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ট্রেনিং ফাইটার বিমান বিধ্বস্ত...

রামনগর ইউনিয়নে ১৭০টি ভাতা বই বিতরণ এজেন্ট ব্যাংকের বি’রুদ্ধে অর্থ কাটার অ’ভিযোগ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদে মোট ১৭০টি ভাতা বই বিতরণ করা হয়েছে। এর...