
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ
আজ ভারতের জম্মু কাশ্মীরের পহেলগাও বৈসরন সবুজ উপত্যকায় পর্যটকদের উপর ভয়াবহ গুলি চালনার ফলে মৃত্যু হয়েছে প্রায় ২৭ জন ব্যক্তির।
আহত পর্যটকদের চিকিৎসা সেবা প্রদান করতে তাদের নিয়ে আসা হয়েছে শ্রীনগরে।
এই ঘটনার পর গোটা জম্মু কাশ্মীর উপত্যকায় উত্তেজনা বিরাজ করছে। চলেছে সামরিক বাহিনীর মহাড়া ও কড়া নিরাপত্তা ব্যবস্থা। সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য হাই এল্যাট জারি করা হয়েছে।
সীমান্ত প্রচুর পরিমাণে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। সীমান্ত উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার পর আজ জম্মু কাশ্মীরের পহেলগাও বৈসরন উপত্যকায় গিয়েছেন ভারতের সামরিক বাহিনীর প্রধান। সেই সঙ্গে আজ জম্মু কাশ্মীরের পহেলগাও বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হত্যা কান্ডের আহত পর্যটকদের চিকিৎসা সেবা প্রদান দেখতে সেখানে পৌঁছেছেন ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা ও লোকসভার বিরোধী দলের নেতা শ্রী রাহুল গান্ধী। তিনি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ সাথে দেখা করেন এবং তাদের সঙ্গে বৈঠক করেন। এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন।