এমদাদুল হক,মনিরামপুর প্রতিনিধিঃ
যশোর মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের, গাবুখালী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন অনুমোদনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এলাকার সুপরিচিত শিক্ষানুরাগী ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব মাস্টার মতিয়ার রহমান।
যশোর শিক্ষা বোর্ড ১৮ এপ্রিল ২০২৫ তারিখে এই অনুমোদন প্রদান করে, যা স্কুলের প্রশাসনিক ও একাডেমিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা বলেই বিবেচিত হচ্ছে।
মাস্টার মতিয়ার রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি একজন মানুষ গড়ার কারিগর। তার বহু বছরের শিক্ষকতা ও সমাজসেবামূলক অভিজ্ঞতা তাকে গাবুখালীর শিক্ষানুরাগী মহলে এক অনন্য অবস্থানে নিয়ে গেছে। বর্তমানে তিনি ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন, কিন্তু সবকিছুর ওপরে তিনি নিজেকে পরিচয় দেন একজন ‘সেবক’ হিসেবে।
স্থানীয়রা বলছেন, “স্কুলের মাঠে, ক্লাসরুমে, শিক্ষার্থী কিংবা অভিভাবকের পাশে সবসময় দেখা মেলে মতিয়ার স্যারের। তার মতো নিবেদিতপ্রাণ মানুষই পারে একটি প্রতিষ্ঠানের ভরসা হয়ে উঠতে।”
মাস্টার মতিয়ার রহমান নিজেও জানান, “গাবুখালী স্কুল আমার হৃদয়ের অংশ। এই প্রতিষ্ঠানের শিক্ষার মান, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধিতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
যশোর বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, এই কমিটি আগামী ৬ মাস পর্যন্ত বৈধভাবে দায়িত্ব পালন করবে। বোর্ডের নীতিমালা অনুযায়ী প্রয়োজন হলে কমিটিতে পরিবর্তন আনা যাবে।
এলাকায় এই ঘোষণা আশার সঞ্চার করেছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ সবাই এই নেতৃত্বে বিদ্যালয়ের উন্নতির নতুন সময়ের প্রত্যাশায়।