
নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার জামায়াতে ইসলামীর আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হককে ঢাকুরিয়া কলেজের এড হক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
শিক্ষা উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সমাজে অবদান বিবেচনায় নিয়েই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অধ্যাপক ফজলুল হক ঢাকুরিয়া কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
নতুন দায়িত্ব পেয়ে অধ্যাপক ফজলুল হক সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি চেষ্টা করব শিক্ষার মানোন্নয়নে আমার সর্বোচ্চ দিয়ে কাজ করতে। সকলের সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, অধ্যাপক ফজলুল হক দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।