
লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ও অষ্টামির চর ইউনিয়নের গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপলক্ষে ১ হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন বিএনপি নেতা আবুল হাশেম মাস্টার।
রবিবার সকাল ১০টায় দক্ষিণ খেরুয়ারচর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। রৌমারী উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মো. আবুল হাশেম মাস্টারের পক্ষ থেকে এ উপহার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, বন্দবেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহ জামানসহ স্থানীয় নেতাকর্মীরা।
উপহার পেয়ে খেরুয়ারচর গ্রামের হাফিজা খাতুন বলেন, প্রতি ঈদেই আমাদের হাশেম মাস্টার শাড়ি-লুঙ্গি দেন, এবারও দিলেন। আমরা খুব খুশি।