
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে মহাস্থান সমাজ কল্যাণ সমবায় সমিতি ও ক্ষুদ্র হস্তশিল্প প্রকল্পের উদ্যোগে দোয়া, ইফতার মাহফিল ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক গরীব ও দুস্থ ব্যক্তির মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রকল্পের নিজস্ব অর্থায়নে পরিচালিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক আল মোত্তাকিন। তিনি বলেন, “আমি সবসময় গরীব ও অসহায়দের পাশে থাকতে চাই এবং সহযোগিতা করে আসছি। এজন্য সকলের দোয়া কামনা করছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাস্থান গড় প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, সাধারণ সম্পাদক নুরনবী রহমান, কোষাধ্যক্ষ গোলজার রহমান, প্রচার সম্পাদক জহুরুল ইসলাম সৈকত, সদস্য রিপন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী লিলু মিয়া, বাবু মিয়া, রফিক, রবিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মহাস্থান পরশমনি মাদ্রাসার মুহতামিম।