জাবির আহম্মেদ জিহাদঃ
জামালপুর জেলার ইসলামপুরে "একতাই শক্তি মানবতার প্লাটফর্ম" এর উদ্যোগে রমজানের পবিত্র মাসে পথচারী, রিকশাচালক এবং সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
ইফতার বিতরণ অনুষ্ঠানটি ইসলামপুর থানা মোড়ের বিভিন্ন জায়গায়, ইজিবাইকে করে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সোবাহান সোহান নাজমুল ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন সম্পর্কে বলেন, "রমজান মাসে সমাজের অবহেলিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।
আমাদের লক্ষ্য একটাই, মানুষের মাঝে মানবিকতা ও সহানুভূতির চেতনা ছড়িয়ে দেওয়া। এই ছোট্ট উদ্যোগ একতাবদ্ধভাবে আমরা আমাদের সমাজে আরও বড় একটি পরিবর্তন আনতে সক্ষম হব।"
এছাড়া, প্রস্তাবিত সাধারণ সম্পাদক মহসিন হাসান শ্রাবন তার বক্তব্যে বলেন, "এই ধরনের উদ্যোগ আমাদের সমাজে একতা ও সহযোগিতার মন্ত্র ছড়িয়ে দেয়। আমরা আশা করি, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজনটি করা হবে এবং সকলের সহযোগিতা নিয়ে আরও মানুষের কাছে পৌঁছাতে পারবো।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরভিন হোসাইন,শাহ আলম, মাহদি হাসান মেরাজ, সজিব কর্মকার, জাহিদ হাসান, শরিফুল ইসলাম, শাকিল হাসান, রিফাত, বিশাল, সাব্বির, মারুফ ইসলাম, সিয়াম, আনিসসহ আরও অনেকে।
এসময় বক্তারা সবাইকে এই মানবিক কাজের প্রতি সহযোগিতা ও সমর্থন প্রদানের আহ্বান জানান এবং সকলের জন্য শুভকামনা প্রকাশ করেন।