
লিটন সরকার,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, গণ উন্নয়ন কেন্দ্র, সাব-রেজিস্ট্রার অফিস, বাংলাদেশ প্রেসক্লাব (রৌমারী শাখা), পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এরপর রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার ওয়াদুদ মন্ডল, ডেপুটি কমান্ডার শাহার আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, খন্দকার শামছুল আলম, সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মো. মোমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রাশেল দিত্ত এবং রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান প্রমুখ।
পরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের মুক্তিযোদ্ধা গ্যালারিতে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
সার্বিকভাবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।