Wednesday, July 2, 2025

বাবুডাইং আলোর পাঠশালায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

Date:

Share post:

মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহীঃ

চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাবুডাইং আলোর পাঠশালা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় ছিল ইচ্ছেমত। অন্যদিকে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের চিত্রাংকনের বিষয় ছিল জাতীয় স্মৃতিসৌধ। এছাড়া ষষ্ঠ ও সপ্তম শ্রেণি এবং অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় রচনা প্রতিযোগিতা। রচনার বিষয় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। পরীক্ষা শেষে দুপুর ১২টায় শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঘুরে ঘুরে বিদ্যাদানকারী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক তরিকুল আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি জহিরুল ইসলাম, সহসভাপতি কার্তিক কোল টুডু, সদস্য সুরেন কোল টুডু, লগেন সাইচুরি, লুইশ মুরমু, গ্রাম্য মোড়ল চানু হাঁসদা, বিদ্যালয়ের সহকালী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস। এসময় ‘স্বাধীনতার সুর’ কবিতাটি আবৃত্তি করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাসুমা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ।

বক্তারা বলেন, এ দেশ দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে পাওয়া। আমাদের স্বাধীনতা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অধিকার আদায়ে দীর্ঘ লড়াইয়ের ফল স্বাধীনতা। দেশ স্বাধীন হলেও আজও আমরা নানাক্ষেত্রে পরাধীনতার শৃঙ্খল পড়ে আছি। স্বাধীনভাবে মত প্রকাশ, নারীদের স্বাধীনভাবে চলাফেরা বা কর্মক্ষেত্রে আজও বৈষম্য বিরাজমান। মানুষের অধিকার লুণ্ঠিত করে স্বৈরশাসকরা আজও বিক্রমশালী। তাই আমাদের স্বাধীনতা রক্ষার জন্য সবসময় আমাদের মধ্যে বিপ্লবী চেতনাকে জাগ্রত করতে হবে। মত প্রকাশে এগিয়ে আসতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।

শেষে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার হিসেবে বই উপহার দেয়া হয়। এসময় প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের ডায়েরী ও কলম উপহার দেন ঘুরে ঘুরে বিদ্যাদানকারী অবসরপ্রাপ্ত শিক্ষক তরিকুল আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুমিল্লার মুরাদনগরে ধ’র্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শা’স্তির দাবিতে প্র’তিবাদ সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সারাদেশে অব্যাহত খুন,ধর্ষণ, হত্যা, নির্যাতন,...

কুয়াদা স্কুল অ্যান্ড কলেজে গভীর রাতে ভা’ঙচুর ও তছ’নছ

বিএনপি নেতৃবৃন্দ ও থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলার কুয়াদা স্কুল অ্যান্ড কলেজে গভীর...

রাঙ্গামাটির দীঘলছড়িতে আলো ছড়াচ্ছে রাইংখ্য রাজ গুরু অংগ্ৰবংশ উচ্চ বিদ্যালয়

নিজস্ব অর্থায়নে গড়ে উঠেছে শিক্ষার আলোঘর খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলার দীঘলছড়ি বিলাছড়ি এলাকায় ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছে রাইংখ্য রাজ...

ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে পথ নি’রাপত্তা সপ্তাহ

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু...