Wednesday, July 2, 2025

স্বাধীনতা দিবসে শার্শায় নূর মোহাম্মদ শেখের সমাধীস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ 

Date:

Share post:

সোহেল রানাঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ৭১’র মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীরযোদ্ধা বাংলাদেশের সূর্য সন্তান শহিদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে হাজারো মানুষ বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় স্মরণ করেছেন।

স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে বুধবার রাত ১২ টা ১মিনিটে ৩১বার তপোধ্বর্ণী মাধ্যমে কর্মসূচি শুরু হয়। বীরশ্রেষ্ঠের সমাধিস্থলে ফুলের শ্রদ্ধা জানাতে  ভোর হতেই নানা শ্রেণী পেশার সব বয়সী মানুষ এ সূর্য সন্তানকে শ্রদ্ধা জানাতে শ্রদ্ধাঞ্জলি হাতে সমবেত হন। ভোরের সূর্য উঠার সাথে সাথে স্বাধীনতা ও জাতীয় দিবসে সর্বসাধারণের উপস্থিতিতে সমাধিস্থল মিলন মেলায় পরিনত হয়।

সকালে সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু,সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ, পাকশিয়া আইডিয়াল কলেজ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, শার্শা থানা পুলিশ, ডিহি ইউনিয়ন পরিষদ,পাবলিক লাইব্রেরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফুলের শ্রদ্ধা জানান।

পরে সকাল ৯টার দিকে যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক (এডি) মাসুদ রানা নেতৃত্বে বিজিবির একদল সুসজ্জিত অনারি দলের উপস্থিতিতে বীরশ্রেষ্ঠের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আসাদুল আলম খান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন,শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)  কে, এম রবিউল ইসলাম, কাশিপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নুরে আলম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিবারের পক্ষে  মিরাজুল ইসলাম,ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি শেষে বীরশ্রেষ্ঠসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুমিল্লার মুরাদনগরে ধ’র্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শা’স্তির দাবিতে প্র’তিবাদ সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সারাদেশে অব্যাহত খুন,ধর্ষণ, হত্যা, নির্যাতন,...

কুয়াদা স্কুল অ্যান্ড কলেজে গভীর রাতে ভা’ঙচুর ও তছ’নছ

বিএনপি নেতৃবৃন্দ ও থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলার কুয়াদা স্কুল অ্যান্ড কলেজে গভীর...

রাঙ্গামাটির দীঘলছড়িতে আলো ছড়াচ্ছে রাইংখ্য রাজ গুরু অংগ্ৰবংশ উচ্চ বিদ্যালয়

নিজস্ব অর্থায়নে গড়ে উঠেছে শিক্ষার আলোঘর খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলার দীঘলছড়ি বিলাছড়ি এলাকায় ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছে রাইংখ্য রাজ...

ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে পথ নি’রাপত্তা সপ্তাহ

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু...