মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ,রাজশাহীঃ
দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মসজিদুল আকসা পুণরুদ্ধার ও মজলুম ফিলিস্তিনের সমর্থনে এবং পবিত্র রমজান মাসে ভারতে হিলিয়াতের জালিমদের হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
২১ মার্চ ২০২৫, শুক্রবার, বাদ জুম'আ’ গোদাগাড়ী উপজেলা ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতা আয়োজনে মহিশালবাড়ী কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোদাগাড়ী গোল চত্বরে এসে শেষ হয় ।প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় গোদাগাড়ী উপজেলার ধর্মপ্রাণ মুসলমানেরা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। মুসলিম বিশ্বের প্রতি আহ্বান করতে চাই, আপনারা ফিলিস্তিনের দুর্দিনে এগিয়ে আসুন।
নারী-শিশুদের প্রতি যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, অবিলম্বে এই হামলা বন্ধ না হলে পুরো মুসলিম বিশ্ব ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তারা আরও বলেন, ভারতে হোলিকে কেন্দ্র করে এক হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের আজকের অবস্থান এসব আগ্রাসনের বিরুদ্ধে।এ সময় দ্রুত সময়ের মধ্যে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।