Sunday, August 24, 2025

তারেক রহমানের নেতৃত্বে সাধারণ মানুষের পাশে থেকে দেশ গড়তে হবে বিএনপি নেতা হামিদ

Date:

Share post:

হুমায়ুন কবির,কালীগঞ্জ,ঝিনাইদহ :

অতীতের মত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের মানুষ বিএনপিকে সমর্থন করে। যেভাবে সকলকে নিয়ে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি সেভাবে সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা দেশ গড়ব।

কোন অবস্থায় পতিত স্বৈরাচারকে আমরা দেশের মাটিতে জায়গা দিতে চায়না। আমাদেরকে বেশি বেশি ধৈর্য ধারণ,দায়িত্বশীল এবং উদার হতে হবে। সর্বদা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব এবং নির্দেশনা মেনে চলতে হবে।

আমাদের কোনো নেতা কর্মী কোনো অবস্থায় সাধারণ মানুষের বিরক্তের কারণ হয়ে দাঁড়াবে না। বিএনপির কেউ চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসের সাথে জড়াবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ ৪ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ এসব কথা বলেন।

সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৯ রমজান(২০ মার্চ) অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আতিয়ার রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির

যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম রবি,শামসুল ইসলাম, প্রভাষক আব্দুল মাজেদ,

পৌর বিএনপি নেতা মুন্সি কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার তৈহিদুর রহমান বাবলু ,সোহরাব হোসেন রাজু, বাবুল আক্তার,

উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন,পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনি, জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক এশফাকুর রহমান শফিক,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায় আবু তাহের হিরু,যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিবসহ ঝিনাইদহ চার নির্বাচনী এলাকার ইউনিয়নসমূহ এবং পৌর এলাকার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল, শ্রমিকদল ও মৎস্যজীবি দলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহবুবুর রহমান মিলন। উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিলের আয়োজক কমিটির আহবায়ক সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, দীর্ঘদিন পর বড় পরিসরে আমরা ইফতার মাহফিল করতে যাচ্ছি। এখানে প্রায় ১২ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবেন বলে আশা রাখি। আর উপস্থিত সকলের জন্য ইফতারের সুব্যবস্থা করা হয়েছে। নিয়ামতপুর ইউনিয়ন থেকে ইফতার মাহফিলে যোগ দেওয়া রফিকুল ইসলাম নামের এক বিএনপি কর্মী এই প্রতিবেদককে জানান, বর্তমান কালীগঞ্জ উপজেলায় তৃণমূলের জনবান্ধব নেতা হামিদুল ইসলাম হামিদের ডাকে আমরা এসেছি। আজ হাজার হাজার লোকের উপস্থিতিতে একসাথে ইফতার করতে পারছি। যা দলীয় নেতা কর্মীদের এক মিলনমেলায় পরিণত হয়েছে।দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা হামিদুল ইসলাম হামিদ ভাইকে জাতীয়তাবাদী দল মূল্যায়ন করবে এটা আমরা বিশ্বাস করি বলেও তিনি যোগ করেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

ঝিনাইদহ-যশোর মহাসড়ক জমি-ভবনের ন্যায্য মূল্যের দা’বিতে সংবাদ স’ম্মেলন

হুমায়ুন কবির , কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমি ও ভবনের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবী...

খাগড়াছড়িতে ৩৩ লাখ টাকায় নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করেন উপদেষ্টা রাষ্ট্রদূত (অব:) সুপ্রদীপ চাকমা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক শুভ উদ্বোধন করেন করেছেন...

রামনগরে বিএনপি’র নতুন সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ চলমান কার্যক্রমে জ’রুরি সভা 

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে বিএনপি'র তৃণমূল পর্যায় সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ...

কালীগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে মিলছে না সেবা গ্রাহক হ’য়রানির অ’ভিযোগ 

হুমায়ুন কবির(কালীগঞ্জ)ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নং ত্রিলোচনপুর  ইউনিয়নের সাবেক ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা  ইকবাল হোসেন এবং জেলা...