খাগড়াছড়ি প্রতিনিধি:
"মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি" (MTPS)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি হিসেবে অনুমোদন পেয়েছেন সমাজকর্মী ও মানবিক ব্যক্তিত্ব অংচিংনু মারমা।
এ দায়িত্ব পাওয়ায় পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন জেলার সুশীল সমাজের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।
অংচিংনু মারমা দীর্ঘদিন ধরে নির্যাতিত, নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছেন। ভবিষ্যতেও তিনি এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।
তিনি মেধা, দক্ষতা, মানবিকতা, নিষ্ঠা ও সততার মাধ্যমে সংগঠনের দায়িত্ব পালন করবেন এবং চট্টগ্রাম বিভাগজুড়ে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবিক সেবায় অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।