
মোঃমাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী:
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলার চারঘাট উপজেলা কর্তৃক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক এবং রাষ্ট্রের দায়বদ্ধতা শীর্ষক একটি শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ চারঘাট মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গনে শের ই আলমের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, প্রফেসর রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নাজমুল হক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. ওবায়দুল্লাহ সভাপতি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলা।আরও উপস্থিত ছিলেন প্রফেসর মিনহাজুল ইসলাম জেলা সেক্রেটারি, প্রভাষক আনোয়ারুল করীম জেলা সহ: সেক্রেটারি সহ বিভিন্ন কলেজ স্কুল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং বিভিন্ন পর্যায়ের সম্মানিত শিক্ষক মন্ডলী।সেমিনারে বক্তারা বলেন মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাজ এবং রাষ্ট্রে শিক্ষকদের প্রতি বৈষম্যমূলক আচরনের বিরূদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রেখে শিক্ষকের প্রাপ্য সম্মান মর্যাদা ও সুযোগ-সুবিধা আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে ।দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, ধর্মীয় মূল্যবোধ এবং বিজ্ঞান প্রযুক্তির সমন্বয়ে শিক্ষা কারিকুলাম তৈরির জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।