মোঃ আরিফুল ইসলাম, রাজগঞ্জ:
বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঐক্য-বন্ধন’-এর পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১ মার্চ) সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রনি হোসেন এবং সাধারণ সম্পাদক ইনজামামুল হক রিমু। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জোবায়ের হোসেন, আর সহসাধারণ সম্পাদক হয়েছেন রতœ রাজ রায়। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আশিকুজ্জামান এবং সহসাংগঠনিক সম্পাদক মেজবাউর রহমান মুন্না।
অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মরিয়ম খাতুন স্মৃতি, যার সহযোগী হিসেবে থাকবেন সহঅর্থ সম্পাদক রায়হান হোসেন। দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আরিফ ফয়সাল, প্রচার সম্পাদক আল-মামুন এবং সহপ্রচার সম্পাদক সুমন হাসান। প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নাঈম হোসেন।
নারী বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন রিপা ইসলাম এবং সহনারী বিষয়ক সম্পাদক তিথি সাহা। ক্রীড়া সম্পাদক হয়েছেন শিহাব হোসেন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মানজুরুল ইসলাম তন্ময় এবং সমাজসেবা বিষয়ক সম্পাদক রুহুল আমিন।
শিক্ষা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহাগ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক কিশোর কুমার, রক্ত বিষয়ক সম্পাদক ইমন ইসলাম আসিফ এবং ধর্ম বিষয়ক সম্পাদক পারভেজ হাসান। পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক হয়েছেন আছিব মাহমুদ সাজিত, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নুরুজ্জামান অমিত, পরিকল্পনা ও গবেষণা বিষয়ক সম্পাদক আলামিন হোসেন নিরব এবং পাঠাগার বিষয়ক সম্পাদক লিমন সম্রাট দাস।
এই নবগঠিত কমিটির মেয়াদ থাকবে ১ মার্চ ২০২৭ সাল পর্যন্ত। ২০১৯ সালের ২০ জানুয়ারি প্রতিষ্ঠিত ‘ঐক্য-বন্ধন’ সংগঠনটি শুরু থেকেই দেশ ও মানুষের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।