
মানোয়ার ইমাম, কলকাতা থেকে:
দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পূর্বে আই টি আই কলেজে অনুষ্ঠিত হয়ে গেল বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা ইঞ্জিনিয়ারিং, রেলওয়ে, কৃষি সম্প্রসারণ এবং শিল্প-বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে ডেমো প্রদর্শন করে।
উপস্থিত ছিলেন মগরাহাট পূর্বের বিধায়ক শ্রীমতী নমিতা সাহা, ব্লক উন্নয়ন বোর্ডের আধিকারিক তুহিন সুভ্র মাহন্তি, চেয়ারম্যান রুনা ইসমিন, সহসভাপতি সেলিম লস্করসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
আই টি আই-র বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং টেকনোলজির অগ্রগতি নিয়ে আলোচনা করেন অতিথিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ সুখেন্দু নাইয়া এবং সঞ্চালনায় ছিলেন শিক্ষক ইদুজ্জামান মোল্লা।