
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রৌমারীতে বেপরোয়া গতিতে ট্রাক্টর ঘোরানোর সময় চালক নিজেই পিষ্ট হয়ে নিহত হয়েছেন।
রৌমারী উপজেলার কাউয়ারকুড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ইছাকুড়ি গ্রামের নওসাদের ছেলে এরসাদুল রবিবার দুপুর ১২টার দিকে ট্রাক্টরের বালু আনলোড করে ট্রাক্টর ঘোরানোর সময় কাউয়ারকুড়া নামক স্থানের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যান চালক। তারপর ট্রাক্টরটি চালকের ওপর চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় যুবক।
ট্রাফিক ইন্সপেক্টর মো. আব্দুল হাই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।