কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও কলকাতা পুলিশ কমিশনার শ্রী মনোজ কুমার বর্মা, আইপিএস-এর উদ্যোগে পথ নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশ এক ব্যতিক্রমী উদ্যোগ নেয়।
আজ সকালে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে কলকাতা পুলিশের আয়োজনে বিশাল ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। এই উপলক্ষে এক মহাসমারোহের আয়োজন করেন পুলিশ কমিশনার শ্রী মনোজ কুমার বর্মা, আইপিএস। তিনি কলকাতা পুলিশের সব বিভাগের অফিসারদের উপস্থিত থাকার আহ্বান জানান।
আজ সকাল ৮টায় হুইসেল বাজিয়ে পথ নিরাপত্তার বার্তা দিতে এই ম্যারাথনের সূচনা করেন পুলিশ কমিশনার। হাজারো যুবক-যুবতী, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।
ম্যারাথন উপলক্ষে হাজারো মানুষ জড়ো হন কলকাতা পুলিশের এই উদ্যোগ দেখতে। সাধারণ জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পুলিশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
আজ সকাল থেকে ম্যারাথনের জন্য কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রোড বন্ধ রাখা হয়। অনুষ্ঠান শেষে কলকাতা পুলিশের কমিশনার মনোজ কুমার বর্মা, আইপিএস উপস্থিত কর্মীদের আন্তরিক অভিনন্দন জানান।
কলকাতা পুলিশের এই উদ্যোগ পথ নিরাপত্তায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন সকলে।