
Focus Keyphrase: মোধই নাটক খাগড়াছড়ি
Meta Description: খাগড়াছড়িতে উইলিয়াম শেক্সপীয়রের “দ্য টেম্পেস্ট” অবলম্বনে “মোধই” নাটক মঞ্চায়নের প্রস্তুতি চলছে, যা ১০ ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে।
খাগড়াছড়িতে শেক্সপীয়রের অনুপ্রেরণায় “মোধই” নাটক মঞ্চস্থের প্রস্তুতি!
নতুন প্রতিভা, নতুন অভিজ্ঞতা
মোধই নাটকের নির্দেশক আরাফাতুল আলম জানান, ১৫ দিনের মধ্যে সম্পূর্ণ নাটক প্রস্তুত করা কঠিন হলেও নতুন শিল্পীদের নিয়ে কাজ করতে ভালো লাগছে। তিনি আরও বলেন, খাগড়াছড়ি শিল্পকলা একাডেমির সহযোগিতায় কাজ এগিয়ে চলছে।
শিল্পীদের অভিজ্ঞতা
নাট্যশিল্পী চনিতা ত্রিপুরা বলেন, এই প্রথমবার শেক্সপীয়রের গল্পে অভিনয়ের অভিজ্ঞতা পেলাম। নেনেছেন চাক জানান, মঞ্চনাটকে প্রথমবার অংশ নিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে।
মঞ্চায়নের সময়সূচি
খাগড়াছড়ি শিল্পকলা একাডেমির উদ্যোগে আগামী ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে “মোধই” নাটক মঞ্চস্থ হবে। নাটকটি দর্শকদের মাঝে সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।