
হুমায়ুন কবির,ঝিনাইদহ প্রতিনিধিঃ
কালীগঞ্জে ছিন্নমূল মানুষের মাঝে বিএনপির কম্বল বিতরণ
দুই শতাধিক কম্বল বিতরণ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
মুর্শিদা জামান পপির উদ্যোগ
রোববার রাতে সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিণী, জেলা বিএনপির উপদেষ্টা মুর্শিদা জামান পপি পৃথক দুই স্থানে এসব কম্বল বিতরণ করেন।
প্রথম পর্যায়ে বিতরণ
রাত ৮টার দিকে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে শতাধিক নারী, পুরুষ ও শিশুর হাতে কম্বল তুলে দেওয়া হয়।
দ্বিতীয় পর্যায়ে বিতরণ
এরপর কাশিপুর ক্লাব মোড়ে আরও শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
- কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন
- পৌর বিএনপির সদস্য মিরু খা
- যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মর্তুজা জিকো
- শ্রমিক নেতা মিলন বিশ্বাস
- বিএনপি নেতা আকরাম আলী, মাসুদ রানা, হানেফ আলী, শাহ আলম মন্টু
- যুবদল নেতা মুক্তার হোসেন, আরাফাত রহমান, এনামুল হক
- ছাত্রদল নেতা তৌহিদুর রহমান প্রমুখ।