কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ
তৃনমূল দলের সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তর বঙ্গের আলিপুরদুয়ার সফরে গিয়ে সেখানকার প্যারেন্ট গ্রাউন্ড থেকে দুয়ারে সরকার চালু করতে ঘোষণা করেন।
এই কর্মসূচি পালন করা হবে আগামী ২৪শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত।এর ফলে কয়েক লাখ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে তার সরকার। সেই সঙ্গে উত্তর বঙ্গের প্রায় ৪৪২টি সরাসরি প্রকল্পের উদ্বোধন করেন।
পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মেনে ইতিমধ্যেই উত্তর বঙ্গের ৩০৩টি জন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এবং ৩৭টি বৃহত্তম জন কল্যাণ মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।এর ফলে উত্তর বঙ্গের কয়েক কোটি মানুষের সুবিধা হচ্ছে।
তিনি তার সরকারের জন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন মধ্যে দিয়ে আম আদমি কে তার সুবিধার মধ্যে আনতে চাইছেন। জনমুখী কর্মসূচি তে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। আজ উত্তর বঙ্গের আলিপুরদুয়ার সফর কালে আগামী ২৪শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি ঘোষণা করেন এবং তার নির্দেশ দিয়েছেন সরকারের অধীনে সকল প্রতিষ্ঠান কে। এই কর্মসূচি মূল্যয়ন শেষ হবে আগামী ২৪শে ফেব্রুয়ারি।
এই কর্মসূচির মধ্যে দিয়ে কয়েক কোটি মানুষের কাছে পৌঁছে যাবে পশ্চিম বাংলা সরকারের বিভিন্ন প্রকল্প নানা প্রকল্পের আওতায় কাজের কর্মসূচি পালন।এর ফলে গ্রাম থেকে শুরু করে শহরতলীর মানুষের সুবিধা হবে।