Friday, November 7, 2025

রৌমারীতে উজান থেকে নেমে আসা ঢলে লোকালয়ে পানি প্রবেশ

Date:

Share post:

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

হঠাৎ উজান থেকে নেমে আসা ঢলে ব্রম্মপুত্র নদে পানি বেড়ে তীর উপচে বাঁধ ভেঙ্গে
লোকালয়ে পানি প্রবেশ করেছে। ফলে লোকালয়ে পানি প্রবেশে প্লাবিত হয়ে, আতঙ্কে
রয়েছে নিম্নাঞ্চল মানুষ। এতে প্লাবিত নিম্নাঞ্চল মানুষদেরকে আগাম ভাবে উচু স্থানে
না নেয়ার ব্যবস্থা করলে ছেলে মেয়ে, ঘরে থাকা ধান, চালসহ বিভিন্ন ফসল, গরু, ছাগল,
হাঁস মুগগি নিয়ে বিপাকে পড়বে পরিবার গুলি।
গতকাল ১৬ জুলাই রবিবার যাদুরচর ইউনিয়নের ধনারচর, চাক্তবাড়ি, দিগলাপাড়া, চর পাখিঁউড়া, রৌমারী সদর ইউনিয়নের কান্দাপাড়া, কাঠালবাড়ি, পশ্চিম কাঠালবাড়ি,
বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর, বাগুয়ারচর, চরবাগুয়ারচর এলাকায় গিয়ে দেখা গেছে, হঠাৎ
করে উজান থেকে নেমে আসা ঢলে ব্রম্মপুত্র নদের পানি বেড়ে নদের তীর উপচে এবং
চাক্তাবাড়ীতে বাঁধ ভেঙ্গে পানি লোকালয়ে প্রবেশ করেছে। এতে নিম্নাঞ্চলের মানুষ
বাড়িতে পানি বন্দি হয়ে যাওয়ার ভয়ে আতঙ্কে কাটছে।ফলে উপজেলার ঘুঘুমারী, চর ঘুঘুমারী, খেরুয়ারচর, খেদাইমারী, চর খেদাইমারী, সাহেবের আলগা, বলদমারা, বাইশ পাড়া, ফলুয়ারচর,যাদুরচরের দিগলাপাড়া, ধনারচর, রৌমারী সদর ইউনিয়নের কাঠালবাড়ি, কান্দাপাড়া, ব্রম্মপুত্র নদে পানি বৃদ্ধি পেয়ে নদের তীর উপচে লোকলয়ে পানি প্রবেশ করে কৃষকের চিনা, কাউন, তিল, মরিচ, পাটসহ বিভিন্ন ফসল নষ্ট হওায়ার উপক্রম হয়েছে।
চাক্তাবাড়ি এলাকার বসবাসরত গ্রাম পুলিশ সাদেক আলী বলেন, হঠাৎ করে পানি বৃদ্ধি
পেয়ে চাক্তাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে বাঁধ রাস্তা ভেঙ্গে লোকালয়ে পানি
প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে পানিবন্দি মানুষদের পাশে
চেয়ারম্যানসহ আমরা যাচ্ছি। এবং পানিবন্দি পরিবারদের মাঝে জিআরএর চাল দেয়ার জন্য তালিকা করা হচ্ছে।দিগলাপাড়া ও কান্দাপাড়া গ্রামের বাসিন্দা আফসার আলী, জহির উদ্দিন, মোসলেম উদ্দিন কাওসার আহমেদ, আবু বক্কর, কুদুর ব্যাপারি, রাশেদ, লাল মিয়াসহ আরোও অনেকে বলেন,রৌমারী উপজেলার ব্রম্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে নদের তীর উপচে চাক্তাবাড়িতে বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করেছে। যে ভাবে পানি বৃদ্ধি পেয়েছে, এতে আর এক থেকে দুইদিন পানি বৃদ্ধি পেলে উচু এলাকায় পানি প্রবেশ করবে। এতে নিম্নাঞ্চলের
পরিবার গুলি ছেলে মেয়ে, ধান, চালসহ ঘরে থাকা হাঁস মুরগি, গরু ছাগল নিয়ে চরম
বিপদে পরবে। পানি বন্ধি পরিবারদেরকে রক্ষা করতে এবং সাহায্য করতে প্রশাসন,
জনপ্রতিধিদেরকে এগিয়ে আসা প্রয়োজন।
এ বিষয়ে বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের সরকার,
রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী বলেন, হঠাৎ করে উজান থেকে নেমে আসা পানির ঢলে ব্রম্মপুত্র নদের পানি উপচে লোকলয়ে পানি প্রবেশ করেছে। এতে প্রায় ৩০০ শত পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে সাহায্যে জিআরের চাল দেয়ার জন্য তালিকা করা হচ্ছে। আগামী দিন চাল দেয়া
হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরিকুল ইসলাম ছিলেন আজীবন সংগ্রামী কিংবদন্তিতুল্য নেতা- মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী...

চির”নিদ্রায় শা’য়িত হলেন শ্রীপুরের হারেজ আলী মোল্লা জানা’যায় মানুষের ঢল 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের সন্তান , আইন ও বিচার বিভাগের সচিব মোঃ লিয়াকত আলী...

কঠোর নিরাপত্তার মধ্য চলেছে বিহারের প্রথম দফায় ভোট

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকাল থেকে শুরু হয়েছে ভারতের বিহার রাজ্যের প্রথম দফায় ভোট পর্ব। এদিন...

মণিরামপুরে অবৈ’ধযানে কে’ড়ে নি’লো ২টি তা’জা প্রা”ন এলাকায় শো”কের ছা”য়া

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকার রনজিত দাস যিনি পেশায় একজন কলেজ শিক্ষক ও তার স্ত্রী...