[video width="848" height="478" mp4="https://newsbdjournalist24.com/wp-content/uploads/2026/01/VID-20260124-WA0005.mp4"][/video]
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার সাব ডিভিশনাল মাঠে সকলের জন্য সুস্বাস্থ্য ও সেবাকেন্দ্র। গতকয়েকদিন ধরে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন ডায়মন্ড হারবার ও মহেশতলা এবং মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অবজার্ভার সামিম আহমেদ।
আজ বৈকালে পশ্চিম বাংলা সরকারের গন পরিবহন দপ্তরের মন্ত্রী শ্যামল মন্ডল কে নিয়ে ডায়মন্ড হারবার সেবাশ্রয় কেন্দ্রে, ঘুরে দেখালেন।কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে তাদের কোন সমস্যার সমাধান করছে কি না তা সুনিশ্চিত করতে চাইছে।এই সেবাশ্রয় কেন্দ্রে থেকে কয়েক লাখ মানুষ তাদের শারীরিক চিকিৎসা সেবা প্রদান করে নিয়েছে। গরীব মানুষের জন্য এই কর্মসূচি ঘোষণা করেছে তৃনমূল দলের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার লোকসভার এম পি অভিষেক ব্যানার্জি। এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ও অনুপ্রেরণা নিয়ে সাধারণ মানুষের জন্য গন পরিসেবা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে নিয়ে এগিয়ে এসেছেন।
এই কাজে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা ও ডায়মন্ড হারবার বিধান সভার এবং মগরাহাট পশ্চিমের ও মহেশতলার অবজার্ভার সামিম আহমেদ।