
নড়াইল প্রতিনিধি, নড়াইল সদর পৌরসভার চার নং ওয়ার্ডের দূর্গাপুর ডুমরতলার ৭৫ নং মৌজার ৬০১ খতিয়ানের এসে ৩১০৪ নং দাগের ইহার মধ্যে ১/১, ০৭ শতক বাংলাদেশ সরকারের নামে আর এস রেকর্ডের জমি ভূয়া ওয়ারিশ বানিয়ে বিক্রির অভিযোগ উঠেছে একই গ্রামের বাসিন্দা পরিতোষ বিশ্বাসের এর বিরুদ্ধে।
গত ৬ জানুয়ারি নড়াইল ভূমি অফিসে ওই জমির ওয়ারেস সূত্রে মুল মালিক কংকন কুমার গাঙ্গুলী অভিযোগে বলেন, আমি কংকন কুমার গাঙ্গুলী পিতা মৃত দেবপ্রসাদ গাঙ্গুলী গ্রাম কালিকাপুর ডাকঘর ছাতিয়ানতলা উপজেলা, বাঘারপাড়া, যশোর বর্তমান বসবাস করছি।
এমত অবস্থায় নড়াইল সদর পৌরসভার চার নং ওয়ার্ডের দুর্গাপুর আমার জন্ম স্থানে ৭৫ নং দূ্র্গাপুর ডুমরতলা মৌজার এস এ ৬০১ নং খতিয়ানের ৩১০৬ নং দাগে আমার দাদু মৃত মনমথ নাথ গঙ্গপধ্যায় রেকর্ডিও মালিক থাকিয়া তার একমাত্র পুত্র মৃত দেবপ্রসাদ গাঙ্গুলীকে ওয়ারেশ রাখিয়া পরলোক গমন করেন।
পরবর্তীতে আমার পিতা দেব প্রসাদ গাঙ্গুলী এক পুত্র এক কন্যা ও স্ত্রী রাখিয়া মৃত্যু বরন করিলে নালিশী জমির মৌজা হতে আমার বসত ভিটা দুরে হওয়ায় বর্তমান হাল জরিপে আমার নিজ নামে রেকর্ড প্রস্তুত করতে ব্যার্থ হই।
পরে জানতে পারি বাংলাদেশ সরকারের পক্ষে আরএস ২২৫৪ দাগে সাত(০৭) শতাংশ জমি ১/১ খতিয়ানে রেকর্ড প্রস্তুত হয়। আমি নির্ধারিত সময়ে নড়াইল ভূমি অফিসে যোগাযোগ করলে জানতে পারি নকল ওয়ারেশ সনদ ব্যাবহার করে একই গ্রামের ভূমিদস্যু পরিতোষ বিশ্বাস পিতা মৃত ঞ্জানেন্দ্রনাথ বিশ্বাস, দুর্গাপুর নড়াইল সদর।
এবিষয়ে আমি নামজারী করে ন্যায় যার কেস নং- (২৬৯৫ / ix-1) ২০২৫-২৬। সকল বৈধ কাগজ পত্র বরাবর সহকারী কমিশনার (ভূমি) নড়াইলে পেশ করিলাম। পাশাপাশি উক্ত নামজারী বাতিলের আবেদন করছি।



