
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
গতকাল গভীর রাতে বঙ্গোপসাগরে উপকূলীয় এলাকায় যা ভারতের জলসীমায় মাছ ধরতে ছিল ভারতের ধীবররা। সেই সময় অবৈধ ভাবে প্রবেশ করে বাংলাদেশের কোস্টগার্ড। এবং তাদের ট্রলারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় ভারতের মাছ ধরার ট্রলার এফ বি পারমিতা দাস।
এবং বাংলাদেশের নৌবাহিনীর সদস্যরা তাড়া করে ভারতের মৎস্যজীবী দলের। এবং কিছু বুঝে ওঠার আগেই আতঙ্কে,মাছ সাগরে ঝাঁপ দেয় ধীবররা।কোন ভাবেই প্রান বাঁচানোর চেষ্টা করে ১১,জন, নিখোঁজ হয়ে রয়েছে মোট পাঁচ জন মৎসজীবী। তাদের কে উদ্ধার করার জন্য ভারতের নৌবাহিনীর সদস্যরা বঙ্গোপসাগরে খোঁজ চালিয়ে যাচ্ছে। তবে এমন ঘটনা ব্যাতিক্রম।
কারণ হিসেবে ভারতের কোন মৎস্যজীবী দলের সদস্যরা সাধারণ বাংলাদেশের জলসীমায় মাছ ধরতে যায় না। তবে গভীর রাতে এবং ঘন কুয়াশায় জন্য এমন ঘটনা ঘটেছে বলে মনে করা হয়েছে। কারণ এখন মাছ ধরার সময়।তাই লাভের আশায় মৎস্যজীবী দলের সদস্যরা গভীর সাগরে পাড়ি দেয় মৎসজীবীরা।
এই ঘটনার পর সুন্দর বন জেলা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদারকি করছেন। এবং নিখোঁজ মৎস্যজীবী দলের পরিবারের সদস্যরা সঙ্গে সবধরনের সহযোগিতা করছেন।



