সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইলে চারণকবি বিজয় সরকারের ৪০তম মৃত্যু বার্ষিক পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর বা্র্ধক্যজনিত কারনে ভারতের পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সেখানেই তাকে সমাহিত করা হয়। বর্তমানে তার দুই ছেলে—কাজল ও বাদল অধিকারী ভারতে বসবাস করছেন।
১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন কবিয়াল বিজয় সরকার। তার বাবা নবকৃষ্ণ অধিকারী ও মা হিমালয়া দেবী। নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করলেও প্রতিভার জোরে তিনি হয়ে ওঠেন বাংলা লোকসংগীতের কিংবদন্তি।
সুর, গীত ও গায়কীর অসাধারণ পারদর্শিতার জন্যই ‘বিজয় অধিকারী’ থেকে তিনি পরিচিতি পান ‘বিজয় সরকার’ নামে। ‘পাগল বিজয়’ হিসেবেও তিনি সমধিক পরিচিত ছিলেন। জীবদ্দশায় তিনি ১৮০০–এর বেশি গান রচনা ও সুরারোপ করেন। শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তাকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বিজয়গীতি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এরপর বিকেল ৩টায় আবৃত্তি, উন্মুক্ত বিজয়গীতি পরিবেশন, কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা ও বিজয়গীতির আসরসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন ও চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এসব আয়োজন করা হয়েছে।