
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম রিপোর্টার্স এসোশিয়েন( সিআরএ) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সফল সংগঠন হিসেবে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন ( আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়েছে। ২২ নভেম্বর শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই যোদ্ধা মিলনায়তনে সংগঠনের সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভা, স্মৃতিচারণ, সন্মাননা প্রদান ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিশিষ্ট সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক, পুলিশ ও জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রকাশ থাকে যে, এস এম জহিরুল ইসলাম ১৯৯০ সাল থেকে বরিশাল জেলার মুলাদী উপজেলায় সাংবাদিকতা শুরু করেন। তিনি ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি মুলাদী প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন। ১৯৯৪ সাল থেকে এস এম জহিরুল ইসলাম ঢাকায় সাংবাদিককতার সাথে যুক্ত হয়ে বিভিন্ন জাতীয় সাপ্তাহিক, দৈনিক পত্রিকা ও টেলিভিশনে কাজ করেন। বর্তমানে তিনি দৈনিক ঘোষণার প্রধান নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এস এম. জহিরুল ইসলাম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন( ডিইউজে) এর সিনিয়র সদস্য ও তৃনমুল সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। সিআরএ সম্মাননা পাওয়ায় তাকে বিভিন্ন পেশাজীবি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।



