
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে হারিয়ে যাওয়া প্রায় 530, টি মুঠো ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল প্রকৃত গ্রাহকদের কাছে।
বিভিন্ন স্থানে পথচারী মানুষ যখন ট্রেন ও বাসে এবং বাজার হাটে এবং ভিড়ের মধ্যে বেখায়াল হয়ে যাওয়ার কারণে দামি মোবাইল ফোন হারিয়ে যায়। কখনো কখনো চুরি হয়ে যায়। তার পর সেই মোবাইল ফোন উদ্ধার করতে সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ পত্র দাখিল করেন।
তার পর পুলিশ এইসব মোবাইল ফোন উদ্ধার করতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে এবং সাইবার ক্যাফে সাহায্য নিতে লোকেশন ট্রাক করে সেগুলো উদ্ধার কাজে নেমে পড়ে। এবং বহু চেষ্টা র ফলে উদ্ধার করা হয় মূল্যবান মোবাইল ফোন। সেগুলো একত্রিত করে প্রকৃত গ্রাহকদের কাছে তুলে দেওয়া হয়।
আজ ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে এমন একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 530, টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো প্রকৃত গ্রাহকদের কাছে তুলে দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী বিশপ সরকার আই পি এস ও ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের এস ও জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৃত গ্রাহকদের পরিবারের সদস্যরা।। তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরত পাওয়ার ফলে খুশি হওয়া তৈরি হয়।



