কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
পশ্চিম বাংলা পুলিশের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে শিশুদের উপর যৌন নিপীড়ন ও তাদের উপর জুলুম নির্যাতনের ঘটনা প্রতিরোধে করণীয় কি তা সুনিশ্চিত করতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশের হেড কোয়ার্টার পৈলানে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে সমস্ত থানার ওসি ও আই সি এবং সার্কেল চীফ অফিসার ও এস ডি পি ও অন্যান্য পুলিশ আধিকারিকরা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী বিশপ সরকার আই পি এস ও এস ও জি শ্রী দেবরন্জ্ঞন বাবু সহ মহিলা থানার আই সি এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা।এই সভায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে সকল থানা এলাকায় শিশু অধিকার ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শিশুদের যৌন নির্যাতনের ঘটনা এড়াতে বড় ভূমিকা পালন করতে হবে। সেই সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসন ও এন জি ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে শিশু নিরাপত্তা নিশ্চিত করতে প্রচারাভিযান চালিয়ে যেতে হবে। এবং শিশু নিরাপত্তা ও তাদের উপর জুলুম ও নির্যাতনের ঘটনা দ্রুত সম্ভব রধ করার জন্য সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।এর জন্য পাড়ায় পাড়ায় প্রচার অভিযান চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
কিছুদিন আগে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানা এলাকায় নিজের গুনধর বাবার দ্বারা এক নাবালিকা যৌন নির্যাতনের শিকার হয়। সাথে সাথেই ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে এবং ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ এবং উস্তি থানার ওসি আব্দুল মারজান ঘটনার সঙ্গে জড়িত আসাদুল সেখ নামে ব্যাক্তি কে উস্তি গ্রাম পঞ্চায়েতের দেউলা র নাজরা এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়। এবং ধৃত ব্যাক্তির বিরুদ্ধে পকসো আইনের আওতায় এনে বিচার শুরু হয়েছে।