
মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী:
মানুষদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টি লক্ষ্যে গোদাগাড়ী উপজেলা চত্বর থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৯নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় পৌর আমীর আলহাজ্ব আনারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি গোদাগাড়ী -১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান এই কর্মসূচি উদ্বোধন করেন।
রাজশাহী জেলা অদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড,ওবায়দুল্লাহ এর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান পৌর জামায়াতের সেক্রেটারি শওকত আলীসহ প্রমূখ
তার বক্তব্য বলেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমাদের নিজেকে পরিষ্কার থাকতে হবে এবং অন্যকে পরিষ্কার থাকার ব্যাপারে সচেতন করতে হবে।
পরিচ্ছন্নতা না থাকার কারণে আজকের এই পরিবেশ ধ্বংসের দিকে যাচ্ছে। আমাদের প্রত্যেকের অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পরিবেশ পরিচ্ছন্নতার অভাবে প্রতিবছর মানুষ ডেঙ্গু সহ আরও অনেক রোগে আক্রান্ত হয়ে হাজার মানুষ মৃত্যু হচ্ছে।
উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানান এবং এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।



