কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানা এলাকায় নিজের মেয়েকে দীর্ঘদিন ধরে যৌন লালসার শিকার করেছেন নিজের বাবা। অবশেষে গুনধর বাবাকে গ্রেপ্তার করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। দীর্ঘদিন ধরে নিজের মেয়ের উপর যৌন নির্যাতন চালিয়ে যাচ্ছিল উস্তি থানা এলাকায় দেউলার নাজরা এলাকায় বাসিন্দা আসাদুল সেখ। তিনি পেশায় একজন দর্জি। গতকাল নিজের বাড়িতে নাবালিকা মেয়েটি কান্না করতে দেখলে তার মা নাবালিকা মেয়েটি কে চেপে ধরেন কান্না র কারণ জানতে। তখন তার গুনধর বাবার কৃত্তি তুলে ধরেন তার মায়ের কাছে। নাবালিকা মেয়েটি বলেন যে কাজের ফাঁকে তার বাবা আসাদুল সেখ তার উপর দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তিনি আর পারছেন না।
ঘটনার পর নিজের নাবালিকা মেয়েটি কে নিয়ে সোজা উস্তি থানাতে চলে যান। এবং অভিযুক্ত বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ পত্র দাখিল করেন। এবং উস্তি থানার ওসি আব্দুল মারজান এর তৎপরতায় উদ্ধার করা হয় নাবালিকা মেয়েটি কে। এবং এই ঘটনার সঙ্গে জড়িত আসাদুল সেখ কে গ্রেপ্তার করা হয়। এবং তাকে ডায়মন্ড হারবার জেলা পুলিশের আদালতে তোলা হলে তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী মিথুন কুমার দে। তিনি বলেন যে এমন ঘটনা বিরলতম। তবে দোষী ব্যক্তি নাবিলার বাবা কে ছাড়া হবে না।তার বিরুদ্ধে পকসো আইনের আওতায় এনে কঠোর তম শাস্তি দেবার ব্যবস্থা করা হবে।
এই ঘটনার পর উস্তি থানার দেউলা র নাজরা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে পুলিশ গোটা ঘটনাটি তদন্ত শুরু করে দিয়েছে। মেয়েটি কে সেফ রাখতে সবধরনের ব্যাবস্থা নিয়েছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী মিথুন কুমার দে। এই ঘটনার পর টি আই প্যারেড করে ঘটনার সঙ্গে জড়িত তার বাবা রয়েছে কি না তা সুনিশ্চিত করতে চাইছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সবধরনের সহযোগিতা করছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ।
আজ মিডিয়া সামনে এই ঘটনাটি প্রকাশ্যে আনেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে। সেই সময় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ এবং উস্তি থানার ওসি আব্দুল মারজান।