
হারানো বিজ্ঞপ্তি
নিখোঁজ : মোঃ রাকিন আহমেদ (১৪)
ঠিকানা: মাচাভাঙ্গা, তখলপুর, শ্রীপুর, মাগুরা
নিখোঁজের তারিখ: ২৬ অক্টোবর ২০২৫
অবস্থা: ১৩ দিন ধরে নিখোঁজ
বিবরণ:
মাগুরা শ্রীপুর উপজেলার তখলপুরের মাচাভাঙ্গা গ্রামের রুবেল আহমেদের ছেলে, মোঃ রাকিন আহমেদ (১৪), গত ২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর উপজেলা পরিষদ সংলগ্ন ভাড়া বাসা থেকে হারিয়ে যায়। নিখোঁজ হওয়ার সময় রাকিনের পরনে ছিল জিন্সের ফুল প্যান্ট, শ্যাওলা রঙের গেঞ্জি, এবং পায়ে ছিল বার্মিজ স্যান্ডেল।
স্কুল: হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে:
অথবা নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করুন—
📞 ০১৯১৪-২৪৯২৭৬
📞 ০১৭০৫-১০০৮৪৪



