
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ সকাল থেকে শুরু হয়েছে ভারতের বিহার রাজ্যের প্রথম দফায় ভোট পর্ব। এদিন সকাল থেকে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশন শ্রী রাজীব সিনহা এবং বিহারের মুখ্য নির্বাচন কমিশন শ্রী বিনদ কুমার সিংহ। এখনও পর্যন্ত প্রায় 68, পার্সেন্ট ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে বহু যায়গায় ভোটের লাইনে দাঁড়িয়ে আছে পুরুষ এবং মহিলারা।
বিহারের প্রথম দফায় মোট 18, টি জেলায় 121,টি বিধান সভার ভোট গ্রহণ চলছে।মোট প্রার্থী সংখ্যা এক হাজার তিনশো চোদ্দো জন।
এর মধ্যে মহিলা প্রার্থী সংখ্যা 122,জন রয়েছে। এদিন সকাল সকাল ভোট দিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সভার সদস্য শ্রী রাজীব রঞ্জন সিং এবং বিহারের উপ মুখ্যমন্ত্রী বি জে পি প্রার্থী শ্রী বিজয় কুমার সিনহা এবং গায়ক ও অভিনেতা মৈথিলী ঠাকুর এবং বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও আর জে ডি নেতা শ্রী লালু প্রসাদ যাদব ও সাবেক মুখ্যমন্ত্রী শ্রীমতি রাবড়ি দেবী এবং আর জে ডি নেতা ও বিহারের সাবেক উপ মুখ্যমন্ত্রী ও বিরোধী দলের নেতা শ্রী তেজস্বী যাদব।
এবার বিহারের নির্বাচনে মহিলাদের জন্য আলাদা বুথের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে তার জন্য 926,টি অতিরিক্ত বুথের ব্যবস্থা করা হয়। এবং কঠোর নিরাপত্তা বলয় নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী ও আধা সামরিক বাহিনীর সদস্যদের নামানো হয়েছে। তবে কিছু কিছু যায়গায় থেকে ইভিয়েম মেশিন খারাপ হয়ে যাওয়ার ফলে ভোট পর্ব বিঘ্নিত হচ্ছে।
তবে ছোট খাটো ঝামলে ছাড়া অবাধ ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে বিহারের নির্বাচন। পরবর্তী ও শেষ পর্ব ভোট হবে আগামী 12,ই নভেম্বর।ভোট গণনা হবে আগামী 14,ই নভেম্বর। এবার বিহারের নির্বাচনে ক্ষমতায় কে আসতে পারে তার জন্য আগামী 14, ই নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।



