
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
এস আই আর ও এন আর সি নাম করে যদি পশ্চিম বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা এবং তাদের ভোটাধিকার কেড়ে নিতে চায় কেন্দ্রীয় সরকার তাহলে তার বিরুদ্ধে দলীয় ভাবে গন প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছে তৃনমূল কংগ্রেস এর সুপ্রিমো ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন পশ্চিম বাংলার কলকাতার একটি দলীয় প্রতিবাদ মিছিল সমাবেশ থেকে এমন হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে পশ্চিম বাংলার শান্তি প্রিয় মানুষ হিন্দু ও মুসলমান একে ওপরের সঙ্গে মিলেমিশে একাকার। এবং তাদের ভ্রাতৃ বন্ধন যুগ যুগ ধরে চলে আসছে। সেই বন্ধন কে সাম্প্রদায়িক রঙ্গ লাগিয়ে এস আই আর ও এন আর সি চাপিয়ে আলাদা করতে চাইছে। এটি আমরা ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। সেই সঙ্গে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে পশ্চিম বাংলার সব মানুষ কি বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক হিসেবে বসবাস করে পশ্চিম বাংলায়। তাহলে কিসের ভিত্তিতে পশ্চিম বাংলার সাধারণ মানুষের উপর এস আই আর ও এন আর সি চাপিয়ে তাদের কে বিদেশি হিসেবে নির্বাচিত করতে চাইছে বিজেপি ও কেন্দ্রীয় সরকার।
এই ঘটনার বিরুদ্ধে সর্বস্তরের তৃনমূল কংগ্রেস এর নেতা ও কর্মীরা সুশৃঙ্খল ভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাবে বলে ঘোষনা করেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কোথাও কোথাও যদি সাধারণ মানুষের হয়রানি করা হয় তাহলে ছেড়ে কথা বলা হবে না বলে জানিয়েছেন তৃনমূল দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি এম পি। তিনি বলেন যে দীর্ঘদিন ধরে পশ্চিম বাংলার সাধারণ মানুষের বঞ্চনা করে আসছে কেন্দ্রীয় সরকার ও বিজেপি।বহু জনমুখী কর্মকাণ্ড ও প্রকল্প বাস্তবায়ন করতে পারছে না কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে সাধারণ মানুষের কাছে মূল্য বৃদ্ধি র হার দিন দিন বেড়েই চলেছে।
এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ নাজেহাল।তার উপর ভোটের অধিকার কেড়ে নিতে চায় কেন্দ্রীয় সরকার। আমরা ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। সেই সঙ্গে এস আই আর নিয়ে জনসচেতনতা বাড়াতে দলীয় নেতা ও কর্মীদের কাছে আবেদন করেছেন। কোথাও কোথাও কোন সমস্যায় পড়লে আমাদের কর্মীরা সাথে সাথেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে।তারা ঠিক মতো ভোটার তালিকায় নাম লিখিয়েছেন কি না ও ফর্ম পূরণ করেছেন কি না নিশ্চিত করার দায়িত্ব থাকবেন।
আজকের এই মহা মিছিলে পা রাখেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বাংলার তৃনমূল দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি এম পি এবং তৃনমূল কংগ্রেস এর নেতা ও মন্ত্রী অরূপ বিশ্বাস ও কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরাদ ববি হাকিম এবং অন্যান্য মন্ত্রীরা এবং তৃনমূল কংগ্রেস এর নেতা ও সুন্দর বন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান শওকত মোল্লা ও মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ স্পিকার মুজিবুর রহমান মোল্লা ও জাহাঙ্গীর খান ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা এবং শ্রী মানবেন্দ্র মন্ডল এবং হাজী মোহাম্মদ মোবারক আলী মোল্লা ও হরিহর পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রায়হান লস্কর সহ অন্যান্য নেতা কর্মীরা।
আজকের এই বিশাল ঐতিহাসিক মহা মিছিলে প্রায় কয়েক লাখ তৃনমূল কংগ্রেস এর নেতা ও কর্মীরা সুশৃঙ্খল ভাবে ঐক্যবদ্ধ হাজির ছিলেন।



