Sunday, November 2, 2025

রংপুরে বিএনপি নেতা’র চাঁদা দাবি’র অভিযোগ গড়িয়েছে থানায়

Date:

Share post:

স্টাফ রিপোর্টার: 
বিএনপি’র নেতার বিরুদ্ধে চাঁদার দুইলাখ টাকা না পাওয়ায় হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। সৃষ্ট ঘটনা থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে। এক সপ্তাহেও মামলা রুজু করেনি পুলিশ এমন অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, রংপুর নগরীর রাধাকৃঞ্চপুর এলাকার সোহরাবুল ইসলাম চৌধুরীর সাথে পার্শ্ববর্তী রাধাকৃঞ্চপুর চৌধুরীপাড়ার হিটলার রহমান চৌধুরীর জমি-জমার বিরোধ চলে আসছিল। বিরোধ সমাধানের জন্য সাবেক কাউন্সিলর মহানগর বিএনপি নেতা মকবুল হোসেন বিষয়টি সমাধানের আশ্বাস দেয়। এরই ধারাবাহিকতায় গত (২৬ অক্টোবর) রবিবার সন্ধ্যারদিকে নগরীর নজিরেরহাট বাজারে মকবুল হোসেন তার ব্যক্তিগত অফিসে জমির মালিক হিটলার রহমান চৌধুরীকে মিমাংসার নামে ডেকে নেয়। হিটলার রহমান চৌধুরী তার ভাতিজা মহানগরীর ১২ নং ওয়ার্ড যুবদলের সদ্যগঠিত কমিটির সভাপতি মিনহাজুল ইসলাম চৌধুরী (২৪) জীবনকে সাথে নিয়ে মকবুল হোসেনের অফিসে দেখা করতে যায়। চাচা-ভাতিজা পেঁৗছে দেখতে পায় মকবুল হোসেনের অফিসে আগে থেকে অবস্থান করছিল প্রতিপক্ষ সোহরাবুল ইসলাম চৌধুরীগং। বিরোধ মিমাংসার কথা শুরু হওয়ার এক পর্যায়ে বিএনপি নেতা সাবেক ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন ২ লাখ টাকার চাঁদা দাবি করে হিটলার রহমান চৌধুরীর কাছে। হিটলার রহমান চৌধুরী মকবুল হোসেনের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে অপরপক্ষকে জমি দখল বুঝায় দিবেন মর্মে হুমকি-ধমকি দেখায়। এরই এক পর্যাযে উভয়ের মধ্যে বাক-ািবতণ্ডা শুরু হয়। এসময় মকবুল হোসেনের হুকুমে প্রতিপক্ষ সোহরাবুল ইসলাম চৌধুরীগং হিটলার রহমান চৌধুরীকে অশ্লীল গালমন্দ করতে থাকে। এ ঘটনার তীব্র প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এরই এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মকবুল হোসেনের হুকুমে সোহরাবুল ইসলাম চৌধুরীগং হিটলার রহমান চৌধুরীকে বেধড়ক মারধর করে। প্রতিপক্ষের হামলার শিকার হিটলারকে প্রাণে রক্ষা করতে তার ভাতিজা মিনহাজুল ইসলাম চৌধুরী এগিয়ে যাওয়ায় তার উপর হামলাকারিরা উত্তম-মধ্যম দেয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে প্রতিপক্ষের হামলার কবল হতে চাচা-ভাতিজাকে রক্ষা করে। দলীয় প্রভাব খাটানো মকবুল হোসেনের যোগসাজসে সোহরাবুল ইসলাম চৌধুরীগং জমি জোরপূর্বক বেদখল করবে, এতে যেই বাঁধা দিতে আসবে তাকে হত্যা করে লাশ মাটিতে পুতে রাখার হুমকি-ধমকি দেয়। ু
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাধাকৃঞ্চপুর এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে মহানগর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মকবুল হোসেন (৭০), মৃত মজিবুর রহমানের মাহাবুল ইসলাম (৩৮), আব্দুল জব্বারের ছেলে গোলাম রব্বানী (২৭), মৃত আজিজার রহমানের ছেলে ওয়ার্ড বিএনপির সদস্য হায়াতুর রহমান চৌধুরী মিলু (৫৫), মাহাবুবার রহমান চৌধুরীর ছেলে সোহরাবুল ইসলাম চৌধুরী (৫৫), ধোরারপাড়া এলাকার আবু বক্করের ছেলে শহিদুল ইসলাম আমিনের (৪৮) বিরুদ্ধে রোববার রাতে হাজীরহাট থানা মেট্রো: একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রতিপক্ষের হামলার শিকার হিটলার রহমান চৌধুরী। এদিকে, অভিযোগ দায়েরের কথা স্বীকার করে হিটলার রহমান চৌধুরী বলেন, বিরোধ মিমাংসার নামে মকবুল হোসেন দলীয় প্রভাব দেখিয়ে আমার নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আমার উপর অতর্কিত হামলা চালায় বলে মন্তব্য করেন তিনি। এ ব্যাপারে, ওয়ার্ড যুবদলের সভাপতি মিনহাজুল ইসলাম চৌধুরী বলেন, মকবুল হোসেন দলীয় প্রভাব দেখিয়ে জমি দখল দেয়ার নামে আমার চাচার কাছে চাঁদাদাবি করে । এ ঘটনার প্রতিবাদ করলে আমাকে ও চাচার উপর হামলা চালায়। দলের নাম ভাঙ্গিয়ে মানুষজনের উপর চাপ সৃষ্টি করে দলের সুনাম ক্ষুন্ন করে আসছেন।
এদিকে, চাঁদা দাবির অভিযোগ সত্য নয় এমন দাবি করে মহানগর বিএনপি নেতা সাবেক ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন মোবাইল ফোনে বলেন, আমার অফিসে কাউকে আমি ডাকিনি। একজন সার্ভেয়ারকে নিয়ে আসছিল। হিটলার রহমান চৌধুরীর থানায় অভিযোগ দায়ের করার বিষয় প্রসঙ্গে তিনি আরো বলেন, পুলিশ অভিযোগের তদন্ত করুক। আওয়ামী লীগের আমলে তো অনেক অভিযোগ হয়েছে, সব অভিযোগের কি তদন্ত হয়েছে? এমন চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। অপরদিকে, সেটেলমেন্টের (অবঃ) মৌসুমি আমিন শহিদুল ইসলাম বলেন, মকবুল হোসেনের চেম্বারে জমি নিয়ে আলোচনা বসছিলো। ওই সভায় জীবন মকবুল হোসেনকে উদ্দেশ্য করে তুই সব নাটের গুরু। এবাক্য বলায় একটু কথা কাটাকাটি হয়েছে। চাদা দাবির অভিযোগ সত্য নয় বলে মন্তব্য করেন তিনি।
এ ব্যাপারে, অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে হাজীরহাট থানর অফিসার্স ইনচার্জ রাজিবুল ইসলাম মোবাইল ফোনে বলেন, বিষয়টি ছোট-কাটো। মিমাংসার চেষ্টা করছেন। অভিযোগ তদন্তাধিন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

খাগড়াছড়িতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: "সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় খাগড়াছড়িতে পালিত হয়েছে...

যশোরে খেজুর গাছ তোলার প্রস্তুতি শুরু ব্য’স্ত সময় পার করছেন প্রবীণ গাছীরা

এম ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: শীত আসতে না আসতেই যশোরের মাঠে শুরু হয়েছে খেজুর গাছ তোলার প্রস্তুতি। এখন ব্যস্ত...

গুগড়াছড়ি গিরিকন্দর অরণ্য কুটির ৪র্থ তম দানোত্তম কঠিন চীবর দান উদযাপন

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ির জেলা সদরে গুগড়াছড়ি গিরিকন্দর অরণ্য কুটির চতুর্থ তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব...

এস আই আর নিয়ে জনসচেতনতা বাড়াতে উদ্যোগী উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতে

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড অধীনে উত্তর...