Sunday, November 2, 2025

যশোরে খেজুর গাছ তোলার প্রস্তুতি শুরু ব্য’স্ত সময় পার করছেন প্রবীণ গাছীরা

Date:

Share post:

এম ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

শীত আসতে না আসতেই যশোরের মাঠে শুরু হয়েছে খেজুর গাছ তোলার প্রস্তুতি। এখন ব্যস্ত সময় পার করছেন এলাকার প্রবীণ গাছীরা। ভোরের শিশিরে ভেজা মাঠে দেখা মেলে শত বছরের ঐতিহ্যবাহী এই দৃশ্য—গাছের গায়ে বাঁশের সিঁড়ি বেয়ে উঠে দক্ষ হাতে খেজুর গাছের ছাল ছাড়াচ্ছেন গাছী।

যশোরের মনিরামপুর গোপালপুর গ্রামের প্রবীন গাছি রবিউল ইসলাম  (৬০) বলেন,
প্রতি বছর এ সময় থেকেই আমরা খেজুর গাছ তোলা শুরু করি। গাছের গায়ে কেটে পরিষ্কার করে রাখলে শীতের শুরুতেই রস পাওয়া যায়। এই কাজটা অনেক ঝুঁকিপূর্ণ, কিন্তু এটাই আমাদের জীবনের অংশ।

অন্যদিকে সতীঘাটা কামালপুর গ্রামের অভিজ্ঞ গাছী আশিকুর সাহা জানান,
এখন আর তরুণরা গাছি হতে চায় না। আমরা যারা বয়সে প্রবীণ, তারাই এই পেশা ধরে রেখেছি। সকালে রোদ ওঠার আগেই কাজ শুরু করি, কারণ তখন গাছের রস সবচেয়ে ভালোভাবে সংরক্ষণ হয়।

স্থানীয় কৃষকরা জানান, খেজুরের রস যশোরের শীতকালীন অর্থনীতির একটি বড় অংশ। গাছ থেকে প্রাপ্ত রস দিয়ে তৈরি হয় গুড় ও পাটালি, যা দেশের নানা স্থানে বিক্রি হয়।

খেজুর গাছ তোলার পুরো প্রক্রিয়ায় দেখা যায়—গাছীরা কোমরে দড়ি বেঁধে, হাতে ধারালো ছুরি নিয়ে গাছের ছাল ছাড়িয়ে দেন। পরে সেই অংশে বসানো হয় ‘কলস’ বা ‘ভাড়’, যেখানে রাতভর রস ঝরে পড়ে।
প্রবীণ গাছী কওসার আলী আরও বলেন, এখন অনেক জায়গায় খেজুর গাছ কমে গেছে। সরকার বা স্থানীয় উদ্যোগে যদি নতুন করে গাছ লাগানো হয়, তাহলে এই ঐতিহ্য আবার ফিরে আসবে।”
যশোরের বিভিন্ন এলাকায় নভেম্বরের শুরু থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলে এই রস সংগ্রহের মৌসুম।

শত বছরের ঐতিহ্য ধরে রাখতে এখনো প্রতিদিন মাঠে দেখা যায় এসব গাছীর পরিশ্রমের দৃশ্য—যা বাংলার গ্রামীণ জীবনের এক অনন্য প্রতিচ্ছবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

রংপুরে বিএনপি নেতা’র চাঁদা দাবি’র অভিযোগ গড়িয়েছে থানায়

স্টাফ রিপোর্টার:  বিএনপি’র নেতার বিরুদ্ধে চাঁদার দুইলাখ টাকা না পাওয়ায় হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। সৃষ্ট ঘটনা থানা পুলিশ...

খাগড়াছড়িতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: "সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় খাগড়াছড়িতে পালিত হয়েছে...

গুগড়াছড়ি গিরিকন্দর অরণ্য কুটির ৪র্থ তম দানোত্তম কঠিন চীবর দান উদযাপন

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ির জেলা সদরে গুগড়াছড়ি গিরিকন্দর অরণ্য কুটির চতুর্থ তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব...

এস আই আর নিয়ে জনসচেতনতা বাড়াতে উদ্যোগী উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতে

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড অধীনে উত্তর...