কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড অধীনে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের 141, নাম্বার ঘোলা নওয়া পাড়া বুথে এস আই আর নাই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ শুরু করেছে। আজ বৈকালে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের 141, নাম্বার জি পি সদস্য জামসিদুল ইসলাম ও ঘোলা নওয়া পাড়া বুথে র সরকারিভাবে বি এল এ আব্দুল আলিম গাজী সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন যে অহেতুক এস আই আর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের জন্য সবধরনের সহযোগিতা আমরা করবো।
কোন সমস্যায় পড়লে আমরা সহযোগিতা করবো। সেই 2002, সালের ভোটার তালিকায় যাদের নাম এসেছে তাদের কে বাদ দেওয়া হবে না।যদি কেউ মারা যায় ও অন্য কোন যায়গা ভোটার হয় তাদের কে বাদ দিয়ে নতুন ভাবে ভোটার তালিকা প্রণয়ন করা হবে। এই বিষয়ে ভারতের মুখ্য নির্বাচন কমিশন ও পশ্চিম বাংলার নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছেন তা আমরা পালন করবো।
আজ থেকে সবাই সচেতন হয়ে কাজ করবেন। অহেতুক কৌতুহল ও ভয় পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সদস্য জামসেদুল ইসলাম ও নির্বাচন কমিশনের দ্বারা দায়িত্ব প্রাপ্ত বি এল ও ঘোলা নওয়া পাড়া গ্রাম আব্দুল আলিম গাজী। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় শতাধিক মহিলা ও পুরুষ।
এই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের শুভেচ্ছা জানিয়েছেন মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর অধীনে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সদস্য জামসিদুল ইসলাম সর্দার।