Saturday, November 22, 2025

নড়াইলে ভিক্টোরিয়া হাসপাতালে মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আধুনিক স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে সাংবাদিক দের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

তারই ধারাবাহিকতায় ৩১ অক্টোবর (শুক্রবার) নড়াইল সদর আউড়িয়া ইউনিয়নের চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠান টি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন উপলক্ষে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে একটি প্রেস কনফারেন্স আয়োজন করে।

নড়াইল সদরে ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন,হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. দীপ বিশ্বাস (সুদীপ)। এ সময় উপস্থিত ছিলেন, হাসপাতালের পরিচালক মো. কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রেস কনফারেন্সে ডা. দীপ বিশ্বাস জানান,(৩১ অক্টোবর) শুক্রবার নড়াইল সদরের চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় সহস্রাধিক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। ক্যাম্পে বিনামূল্যে রক্তচাপ ও ওজন নির্ণয়,ডায়াবেটিস ও রক্তের গ্রুপ পরীক্ষা, এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ থাকছে।

ডা. দীপ বিশ্বাস বলেন,আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয়, বরং নড়াইলবাসীর কাছে উন্নত ও মানবিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। সমাজের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো। ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল নড়াইলের সর্ববৃহৎ বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটিতে ২৪ ঘণ্টা চিকিৎসক, নার্স,প্যাথলজি ও এক্স-রে সেবা চালু রয়েছে।

প্রায় ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সের সমন্বয়ে পরিচালিত এই হাসপাতালে রয়েছে আধুনিক যন্ত্রপাতি, উন্নত অস্ত্রোপচার কক্ষ,শিশু ওয়ার্ড, ফিজিওথেরাপি ইউনিট,ডেন্টাল কর্ণার ও নিজস্ব ডায়াবেটিস সেন্টার। মাত্র ৮০ টাকায় ডায়াবেটিস পরীক্ষা ও বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শসহ নিয়মিত ইনসুলিন বিতরণ করা হয়।

এছাড়া ইন্টিগ্রেটেড কমিউনিটি হেলথকেয়ার ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ICHIP)-এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত কাজ করছে। এই প্রকল্পের আওতায় নড়াইলের বিভিন্ন গ্রামীণ এলাকায় মিনি হেলথ ক্যাম্পের আয়োজন করে গর্ভবতী নারী ও ডায়াবেটিস রোগীদের বিশেষ সেবা দেওয়া হচ্ছে।

প্রেস কনফারেন্সে বলা হয়,নড়াইলের মানুষ যাতে উন্নত চিকিৎসা পায় এবং প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্যসেবা সহজলভ্য হয়—এই লক্ষ্যেই ভিক্টোরিয়া হাসপাতাল অব্যাহত ভাবে মানবিক উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে নড়াইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দুর্গম এলাকা লক্ষীছড়ী উপজেলাধীন জারুছড়ি গ্ৰামের দানোৎসর্গ পূন্যানুষ্ঠান উদযাপন

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি: লক্ষীছড়ি উপজেলাধীন জারুছড়ি গ্ৰামের বাসিন্দা এলাকায় জারুছড়ি এলাকায় সকল বাসিন্দা এবং বাবু নির্মল কান্তি চাকমা...

বগুড়া পৌরসভার  ওয়ার্ড বিএনপির উদ্যোগে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

রিপন বগুড়া জেলা প্রতিনিধি ঃ শুক্রবার বিকেলে বগুড়া পৌরসভার ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান...

মণিরামপুরে অ’র্ধশত পরিবারের চলাচলের রাস্তা ২ যুগ যাবত বন্ধ রেখেছে বজলুর!

মণিরামপুর প্রতিনিধিঃ একটি দু'টি নই,প্রায় অর্ধশত পরিবারের শতাধিক মানুষের চলাচলের রাস্তা অর্থ ও ক্ষমতাবলে দীর্ঘ ২০ বছরেরও বেশি...

দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নিতীশ কুমার

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ ভারতের বিহার রাজ্যের পাটনা শহরের গান্ধী ময়দানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে বিহারের...