
ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ির জেলা সদরের মাটিরাঙ্গা,আরিয়া সুখা বৌদ্ধ বিহার১২ তম দানোত্তম কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে দায়ক-দায়িকাদের আয়োজনে দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে দূর-দূরান্ত থেকে হাজারো পূণ্যার্থী অংশ নেন। এই সময় গুরু ভান্তেকে ফুল দিয়ে বরণ করেন রেনু মারমা, সিকিবালা মারমা, উনিমা মারমা পঞ্চশীল গ্রহণ শেষে সীমাঘর স্থাপন উৎসর্গ ,প্রবজ্জা গ্ৰহণ , উপসাম্পদা গ্ৰহণ, বুদ্ধ মূর্তি দান,অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, ফানুস বাতি উত্তোলন দান, ধর্মীয় পতাকা উত্তোলন, হাজার বাতি প্রজ্জলন দানসহ নানাবিধ দান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনাও করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজাতা অনাথ আশ্রম ত্রিরন্ত বিহারে বিহারাধ্যক্ষ অনাথ ভদন্তঃপিতা উঃ উত্তমা মহাথের।
এসময় পন্যার্থীদের উদ্দেশ্য প্রধান ধর্মদেশনা ভদন্তঃ নাইদিয়া ভিক্ষু আরিয়া সুখ বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ ভদন্তঃ সুধাইম্মা ভিক্ষু বিমল জ্যোতি মহাথেরো , ভদন্ত সাসনা জ্যোতি থের প্রমুখ।
অনুষ্ঠানে আরিয়া সুখা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি সভাপতি রুইলাপ্রু র্মারমা , সাধারণ সম্পাদক মংশিপ্রু মারমা( কারবারি) আরো ছিলেন সুইজাইউ মারমা, রাংহ্লাঅং মারমা , রড় সাথৈই মারমা, আরিয়া সুখা বৌদ্ধ বিহারে বিহার পরিচালনা কমিটি নেতৃবৃন্দ, গ্রামবাসীসহ বিভিন্ন এলাকা থেকে আগত পূণ্যার্থীরা উপস্থিত ছিলেন।
কঠিন চীবর দান’ সহযোগিতা করেন আরিয়া সুখা বৌদ্ধ বিহারে কমিটি দায়ক -দায়িকা ও যুবক -যুবতী বৃন্দ।




