
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা শেখ (৫৫) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ওসি মামুন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা (৫৫) কে গত রোববার ২৭ অক্টোবর রাতে স্থানীয় প্রতিপক্ষ হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সোমবার ২৮ অক্টোবর সকাল নয়টার দিকে তার মৃত্যু হয়।
কালিয়া থানার ওসি মামুনের কাছে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন, আজকে সকালে মৃত্যুর খবরটি জানতে পেরেছি, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।



