কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের শিরা কোল অঞ্চল এর কর্ম তীর্থ ভবনে অনুষ্ঠিত হল শুভ ভ্রাতৃ বিজয়া উৎসব পালন। এদিন প্রায় কয়েক হাজার তৃনমূল কংগ্রেস এর নেতা ও কর্মীদের উপস্তিতে এই অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন পশ্চিম বাংলা সরকারের সাবেক মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের বিধায়ক জননেতা গিয়াসউদ্দিন মোল্লা।
তিনি বলেন আমরা যখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও গন বিকাশের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছি গোটা বাংলাকে। তার মধ্যে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে নানা উৎসব পালন করে থাকি মহা উৎসাহে। তেমনি আমারও দূর্গা পূজা উদযাপন ও কালীপূজা এবং দেওয়ালী ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে আমরা ভ্রাতৃ বন্ধন উৎসব পালন করছি। আজকের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের প্রতিটি ব্লক ও অঞ্চল ও বুথ থেকে হাজার হাজার তৃনমূল দলের নেতা ও কর্মীদের উপস্থিতি তা প্রমাণ করে। আমরা এই মহা আনন্দের সঙ্গে যেমন তালমিলিয়ে চলছি সব ধর্মের এবং সম্প্রদায়ের মানুষ। এখানে কোন ভেদাভেদ নেই।তাই আগামী দিনে পশ্চিম বাংলার মাটি থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নস্ট কারী বিজেপি কে বিদায় জানাতে হবে।এর জন্য সকলকেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিধায়ক জননেতা গিয়াসউদ্দিন মোল্লা। তিনি বলেন যে দলের কর্মীরা দলের সম্পদ।2026,শে পশ্চিম বাংলায় ক্ষমতায় পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা আনার জন্য এখন থাকতে প্রতিটি বুথে বুথে দিদির গন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও তার বিকাশ যে নজির স্থাপন করছে তা আম আদমি কে জানাতে হবে।
সকালে র সুখ দুঃখের সঙ্গে থাকতে নেতা কর্মীদের। এদিন বিভিন্ন অঞ্চলের তৃনমূল কংগ্রেস এর নেতা ও কর্মীদের কাছে আবেদন জানান যে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কে শক্তিশালী করতে এবং তৃনমূল কংগ্রেস এর সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি লড়াই কে সমর্থন দিতে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক শ্রী জয়দেব হালদার এবং মথুরাপুর লোকসভা র এম পি শ্রী বাপি হালদার এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মধক্ষ্য বজবজ এবং মহেশতলা তৃনমূল কংগ্রেস এর অবজারভার জাহাঙ্গীর খান দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর স্পিকার মুজিবুর রহমান মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর সদস্য নুর খাতুন বিবি ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড কর্মধক্ষ্য রহমাতুল্লাহ লস্কর এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য দিলীপ মন্ডল এবং মগরাহাট পশ্চিমের আই এন টি টি ইউ সি সভাপতি ফিরোজ উদ্দিন পুরকায়স্থ এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের নেতা ডাঃ সাজিদুল হক গায়েন মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের গুরুপ লিডার সাবির হোসেন ও লক্ষ্মীকান্ত পুর গ্রাম পঞ্চায়েতের তৃনমূল দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে এগারোটা অঞ্চলের প্রধান ও উপ প্রধান এবং অঞ্চল তৃনমূল দলের নেতা ও কর্মীরা।
এই সভাটি পরিচালনা ও উপস্থাপনা করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর স্পিকার মুজিবুর রহমান মোল্লা।
তাকে সাহায্য করছেন শিরা কোল অঞ্চল এর প্রধান আব্দুর রহমান মোল্লা ওরফে ভুলো
সভাশেষে সকল আগত তৃনমূল দলের নেতা ও কর্মীদের মিস্টি মুখ করান মগরাহাট পশ্চিমের বিধায়ক জননেতা গিয়াসউদ্দিন মোল্লা