
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আগামী কাল সারা দেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ছট পূজা। আজ সকালে ভারতের রাজধানী দিল্লিতে এই ছট পূজা উদযাপন উপলক্ষে পরিবেশ বান্ধব ছট পূজা উদযাপন করার ডাক দিয়েছে।
দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন যে এই বার পবিত্র যমুনা নদীর তীরে আমরা ছট পূজা উদযাপন করবো। সেই লোকসঙ্গীত ও শিল্পী কুশলীদের এবং অন্যান্য বুদ্ধিজীবী এবং মানবাধিকার কর্মীদের নিয়ে এই ছট পূজা উদযাপন করা হবে বলে জানিয়েছেন। দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন যে আমরা দিল্লীর সকল বিধায়ক ও মন্ত্রীরা এবং দিল্লী পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের নিয়ে এই উৎসব পালন করবো। পবিত্র যমুনা নদীতে মহাস্থান করার অনুমতি দেয়া হয়েছে।
এবং পবিত্র যমুনা নদীতে ছট পূজা উপলক্ষে তর্পণ দেওয়া হবে পরম আত্মাকে। সেই সঙ্গে এবার ছট পূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের কাছে আবেদন করেছেন। এবং দিল্লী কে পরিবেশ বান্ধব পরিস্তিতি তৈরি করতে আম আদমির কাছে আবেদন করেছে।