কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে একটি গরীব অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করলো ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে। তিনি প্রায় কয়েক হাজার গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও খাবার পৌঁছে দিয়েছেন।
এবং কালীপূজা উপলক্ষে আয়োজিত নিজের অফিস এর সামনে ছোট ও বড়দের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন। তিনি বলেন যে আমরা সামাজিক ও সাংস্কৃতিক এবং সামাজের সাথে যুক্ত হয়ে কাজ করে থাকি।আমরা সব সময় অসহায় পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো চেষ্টা করি। প্রতিটি উৎসব পালন করি। এবং কখনো গরীব মানুষ ও অসহায় পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো চেষ্টা করি।
এবং বৃদ্ধ আশ্রমের বয়স্ক মানুষের কাছে পৌঁছে তাদের দুঃক্ষ দুর্দশা কথা শুনি। এবং তাদের কে নিয়ে আমরা উৎসব পালন করি। এবং ছোট ছোট বাচ্চাদের সঙ্গে ভাগাভাগি করে আজ শ্যামা পূজা উৎসব উপলক্ষে আয়োজিত সামাজিক অনুষ্ঠানে সকলকে নিয়ে আনন্দ ভাগাভাগি করে নিয়ে থাকি।
আজকের এই অনুষ্ঠানে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে বহু থানার পুলিশ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।